হাবিবুর রহমান সুমন, প্রতিবেদক
জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ঢাকার আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আজ এক জাতীয় সাংবাদিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সকল সাংবাদিকের আস্থা—জাতীয় সাংবাদিক সংস্থা” এই স্লোগানকে সামনে রেখে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মোসাম্মৎ আছিয়া আক্তার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহাসচিব মোঃ আলমগীর গনি। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোহাম্মদ আলতাফ হোসেনের পুত্র মোঃ মনজুর হোসেন। আলোচনা সভা উপস্থাপনা করেন ঢাকা জেলা সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব।
সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। বক্তারা সাংবাদিকদের অধিকার, পেশাগত নিরাপত্তা, নৈতিক সাংবাদিকতা এবং ঐক্যবদ্ধ আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় সাংবাদিকদের কল্যাণ ও স্বার্থ রক্ষায় কাজ করবে এবং এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বক্তারা আশা প্রকাশ করেন, এই সমাবেশ সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করবে। সমাবেশে সাংবাদিকদের স্বার্থ ও পেশাগত নিরাপত্তা রক্ষায় সংস্থার প্রতিশ্রুতিশীল ভূমিকার প্রতিফলন লক্ষ্য করা গেছে।










