জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানিয়েছেন, যে কোনো দল জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা করতে চাইলে তিনটি শর্ত পূরণ করতে হবে।
তিনি বলছেন, দুর্নীতি করা যাবে না এবং দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া যাবে না, সমাজের সর্বস্তরে সমান বিচার নিশ্চিত করতে হবে এবং বিচার প্রক্রিয়ায় কোনো রাজনীতিবিদের হস্তক্ষেপ থাকবে না, এছাড়া সংস্কারের সব সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে হবে।
শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। তিনি শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত ও নারীর জন্য নিরাপদ করার জন্য ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরকে প্রধান দায়িত্ব পালন করার আহ্বান জানান। সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াত ও ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা।
সাবরিনা রিমি/










