শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে সাময়িকভাবে ইনকিলাব মঞ্চের অবস্থান

ছবি: প্রথম আলো

শাহবাগ মোড় থেকে সাময়িকভাবে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নেতা-কর্মীরা শাহবাগ এলাকা ত্যাগ করেন।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলিতে নিহত সংগঠনের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে ফিরে গেলে তারা আবার শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবে।

সকালে আজিজ সুপার মার্কেটের সামনে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের জড়ো হতে দেখা যায়। সেখানে তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ও ‘হাদি হত্যার বিচার চাই’ স্লোগান দেন।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার রাতভর শাহবাগে অবস্থান করে সংগঠনটি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমা শাহবাগ মোড়ে দাঁড়িয়ে সবাইকে স্থান ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে সাময়িকভাবে কর্মসূচির স্থান পরিবর্তন করা হয়েছে এবং কবর জিয়ারত শেষে তিনি চলে গেলে পুনরায় শাহবাগে অবস্থান নেওয়া হবে।

সাবরিনা/