বিপিএলে নবাগত নোয়াখালীর বিপক্ষে চট্টগ্রামের দুর্দান্ত জয়

বিপিএলে শুভসূচনা করল চট্টগ্রাম রয়্যালস। নিজেদের প্রথম ম্যাচে নবাগত নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বন্দরনগরীর দলটি। চট্টগ্রামের দেওয়া ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৯ রানেই গুটিয়ে যায় নোয়াখালীর ইনিংস।

শনিবার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক মেহেদী হাসান। উদ্বোধনী জুটিতে মোহাম্মদ নাঈম ১১ বলে ১১ রান করে দ্রুত বিদায় নিলেও এক প্রান্ত আগলে রাখেন পাকিস্তানি ওপেনার মির্জা বেগ। মিডল অর্ডারে মির্জা বেগের ৬৯ বলে ৮০ রানের লড়াকু ইনিংসে ভর করেই ৬ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় চট্টগ্রাম। মির্জার ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ২টি ছক্কায়। এছাড়া অধিনায়ক মেহেদী হাসান ১৩ বলে ২৬ এবং মাহমুদুল হাসান জয় ১৭ রান করেন।

১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রামের বোলিং তোপের মুখে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬.৫ ওভারেই ১০৯ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে ওপেনার মাজ সাদাকাত সর্বোচ্চ ৩৮ এবং হায়দার আলী ২৮ রান করেন। হাবিবুর রহমান সোহান (১০) ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

চট্টগ্রামের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তানভির ইসলাম; তিনি ৩৯ রানে ৩টি উইকেট নেন। এছাড়া শরীফুল ইসলাম, মেহেদী হাসান ও মুকিদুল ইসলাম প্রত্যেকেই শিকার করেন ২টি করে উইকেট। ৮০ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন মির্জা বেগ।

-এম. এইচ. মামুন