রোববার থেকে অনলাইনে মিলবে ২০২৬ সালের ৬৪৭টি পাঠ্যবই

আগামী রোববার (২৮ ডিসেম্বর) থেকে ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অনলাইনে পেতে যাচ্ছে সরকারের বিনামূল্যে বিতরণকৃত পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে একযোগে প্রকাশিত হবে বাংলা ও ইংরেজি সংস্করণের মোট ৬৪৭টি পাঠ্যবই। এতে বছরের শুরু হওয়ার আগেই শিক্ষার্থীরা পড়াশোনা শুরু করার সুযোগ পাবে।

এনসিটিবির জনসংযোগ কর্মকর্তা এস. এম. আসাদুজ্জামান শুক্রবার (২৬ ডিসেম্বর) জানান, ২৮ ডিসেম্বর থেকে এনসিটিবির ওয়েবসাইট www.nctb.gov.bd এ সব শ্রেণির পাঠ্যপুস্তক অ্যাক্সেস করা যাবে। এই উপলক্ষে ‘২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের অনলাইন ভার্সন ওয়েবসাইটে আপলোডকরণ’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। এনসিটিবি কর্তৃপক্ষের আশা, এই পদক্ষেপ শিক্ষার্থীদের জন্য ডিজিটাল শিক্ষার সুযোগ আরও সহজলভ্য করবে, বিশেষ করে যেখানে বই বিতরণের বিলম্ব সাধারণত দেখা যায়।