আফগানিস্তানে সংঘাতে তিন দিনে ২৭ শিশু নিহত

অনলাইন ডেস্ক :

দিনকে দিন সংঘাত তীব্রতর হচ্ছে। বেসামরিক লোক, তালেবান যোদ্ধা, সরকারি বাহিনীর সদস্যদের মৃত্যু ঘটছে প্রতিনিয়ত। এ সংঘাত থেকে নারী ও শিশুরাও বিপদমুক্ত নয়। দেশটির কান্দাহার, খোস্ত ও পাকতিয়া প্রদেশে গত তিন দিনে সংঘাতে ২৭ শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৩৬ জন।

সোমবার ভয়ঙ্কর এ তথ্য দিয়েছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। খবর টোলো নিউজের।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আফগানিস্তানের কান্দাহার, খোস্ত ও পাকতিয়া প্রদেশে সংঘাতে ২৭ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩৬ জন।

সংস্থাটি বলছে, শিশুদের বিরুদ্ধে অপরাধের গুরুতর লঙ্ঘনের বৃদ্ধি দেখে তারা হতবাক।

ইউনিসেফের তথ্যমতে, শুধু কান্দাহারেই মৃত্যু হয়েছে ২০ শিশুর। এ ছাড়া এই প্রদেশে ১৩০ শিশু আহত হয়েছে। আর খোস্ত প্রদেশে দুই শিশু নিহত ও আহত হয়েছে তিনজন। পাকতিয়া প্রদেশে পাঁচ শিশু নিহত হয়েছে, আর আহত হয়েছেন ছয়জন।

দেশটিতে নৃশংসতা বেড়েই চলেছে বলে জানায় জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থাটি।

আফগানিস্তানে ইউনিসেফের দূত হার্ভে লুডোভিক ডি লাইস বলেন, এগুলো শুধু সংখ্যা নয়। প্রতিটি মৃত্যু এবং প্রতিটি শারীরিক যন্ত্রণার ঘটনা একেকটি ব্যক্তিগত ট্র্যাজেডি।

সশস্ত্র গোষ্ঠীগুলো সংঘাতে শিশুদের অংশগ্রহণ বাড়াচ্ছে— এমন খবরে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে ঘটে যাওয়া নৃশংসতা প্রত্যক্ষ করছে এমন বহু শিশু গভীরভাবে ট্রমাগ্রস্ত হয়ে পড়ছে বলে জানায় সংস্থাটি।