ঘন কুয়াশায় মেঘনায় বাল্কহেডের সঙ্গে লঞ্চের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন সহস্রাধিক যাত্রী

ছবিসূত্র: যুগান্তর

ঢাকায় সমাবেশ শেষে চাঁদপুরে ফেরার পথে যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান–৫ দুর্ঘটনার মুখে পড়ে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ঘন কুয়াশার কারণে মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে লঞ্চটির সংঘর্ষ হয়। লঞ্চটিতে প্রায় এক হাজারের বেশি যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে লঞ্চটি নদীর তীর ঘেঁষে ধীরগতিতে চলছিল। এ সময় হঠাৎ করে সামনে থাকা বাল্কহেডটির সঙ্গে সংঘর্ষ হলে বিকট শব্দ হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লঞ্চটি দ্রুত তীরে ভেড়ানো হয়। পরে আতঙ্কিত যাত্রীরা নিরাপদে লঞ্চ থেকে নেমে নদীর তীরবর্তী এলাকায় আশ্রয় নেন।

খবর পেয়ে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে উদ্ধার করেন। নৌপুলিশ জানায়, কিছু যাত্রীকে বিকল্প লঞ্চ ইমাম হাসান–২, স্পিডবোট ও সড়কপথে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।

সাবরিনা/