নির্বাসনের ১৭ বছর শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে সৃষ্টি হয়েছে ব্যাপক জনসমাগম ও যানজট। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দেশে ফেরার কথা রয়েছে তারেক রহমানের। তাকে ঐতিহাসিক সংবর্ধনা দিতে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ নেতাকর্মী জড়ো হয়েছেন।
এর প্রভাবে তেজগাঁও, মহাখালী, বনানী, কুর্মিটোলা, কুড়িল ও খিলক্ষেতসহ বিমানবন্দরমুখী সড়কে তীব্র যানবাহন সংকট দেখা দিয়েছে। সড়কের মোড়ে মোড়ে বিএনপির নেতাকর্মীদের অবস্থানের কারণে সাধারণ যাত্রীদের অনেককে হেঁটে চলাচল করতে দেখা গেছে। কেউ কেউ লাগেজ মাথায় নিয়ে, আবার কেউ শিশুদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।
সিনথিয়া রহমান নামে এক যাত্রী বলেন, ট্রেনে ভিড় ঠেলে ঢাকায় এসে এখন আর মহাখালী যাওয়ার কোনো উপায় পাচ্ছি না। ফিরোজ নামে আরেক যাত্রী জানান, বাস না পেয়ে মালামাল মাথায় নিয়ে হাঁটতে হচ্ছে।
এদিকে বেলা ১২টায় তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সেখান থেকে তিনি সরাসরি সংবর্ধনা মঞ্চে যাবেন। এ উপলক্ষে ৩০০ ফিট এলাকায় ৪৮ বাই ৩৬ ফুটের একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হতে পারে। তাঁর ভাষায়, পুরো এলাকা একটি মহামিলনমেলায় পরিণত হবে।
এমইউএম/










