সুন্দরগঞ্জে টিকাদান কর্মসূচী শুরু

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পর্যায়ে কোভিট-১৯ টিকাদান কর্মসূচী শুরু হয়েছে।

শনিবার প্রধান অতিথি হিসেবে টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার (লেবু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ এবং টিকাদান কর্মসূচী বাস্তবায়ন কর্মকর্তা (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়) ডা. বিশ্বেশ্বর চন্দ্র বর্মন ও সার্বিক সহযোগিতায় বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্লাহ্সহ আরও অনেকে।

টিকাদান কর্মসূচীতে আশরাফুল আলম সরকার (লেবু) বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী সারাদেশে এক যোগে আজ ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচী বাস্তবায়ন হতে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় শনিবার বেলকা ইউনিয়ন পরিষদের  টিকাদান কর্মসূচী পালিত হয়েছে।

সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, আজ প্রান্তিক পর্যায়ে টিকাদান কর্মসূচী পালনের মাধ্যমে প্রতিটি মানুষ টিকা নেওয়ার সুযোগ পাচ্ছে

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, করোনা পরিস্হিতিতে আজ দেশের মানুষ চিন্তাযুক্ত। করোনা নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান বেলকা ইউনিয়ন পরিষদে টিকাদান কর্মসূচীর আয়োজন করেছেন।

তিনি বলেন, সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচী পালিত হচ্ছে। সরকার যথাযথভাবে করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছেন।