নোয়াখালীর চাটখিলে সিটিজেনস ব্যাংকের ২৩তম শাখার উদ্বোধন

বি. চৌধুরী (তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ
চাটখিল উপজেলার খিলপাড়া রোডের কাশেম ডিলার বিল্ডিং এর ২য় তলায় (২২ ডিসেম্বর) সোমবার দুপুরে সিটিজেনস ব্যাংকের ২৩তম শাখার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। সিটিজেনস ব্যাংক চাটখিল উপজেলা শাখার ম্যানেজার মিনহাজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – সিটিজেনস ব্যাংকের উপ- ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, আবদুল লতিফ, চাটখিল ইসলামীয়া ডায়াবেটিস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা রহমতুল্লাহ, ব্যবসায়ী মোর্শেদ আলম ও ফিরোজ আলম প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে সিটিজেনস ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক, বাজারের ব্যবসয়ীরা ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আলমগীর হোসেন বলেন, চাটখিল একটি কৃষিভিত্তিক এলাকা, এখানে রেমিট্যান্স যোদ্ধাদের স্বর্গ, চাটখিলের মানুষ আর্থিকভাবে সচ্ছল এখানে সিটিজেনস ব্যাংকের শাখা করতে পেরে আমরা আনন্দিত।