চট্টগ্রামের রাউজান উপজেলায় ভোর রাতে একটি বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর সোয়া ৩টা থেকে ৪টার মধ্যে পৌরসভার সুলতানপুর ৫ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে আগুন দেওয়া হয়। আগুনে দুটি ঘর পুড়ে গেছে। ভুক্তভোগীরা দাবি করেছেন, বাইরে থেকে ঘরের দরজা আটকে আগুন দেওয়া হয়েছিল।
স্থানীয়রা জানিয়েছেন, আগুন দেওয়া বাড়িটির মালিক কাতার প্রবাসী সুখ শীল। সেখানে তার বোন ও বোন জামাই অনিল শীল পরিবারসহ বসবাস করছিলেন। অনিল শীল ও পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির বেড়া কেটে বেরিয়ে আসেন। প্রতিবেশী ও ফায়ার সার্ভিস আগুন নেভান।
পুলিশ জানিয়েছে, আগুনের জায়গা থেকে কেরোসিন লাগানো কাপড় ও বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও মোবাইল নম্বর লেখা কাগজ উদ্ধার করা হয়েছে।
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, “এ ধরনের ঘটনা আগের দিনগুলোতেও ঘটেছে। শনিবার ঢেউয়াপাড়া ৮ নম্বর ওয়ার্ডে, শুক্রবার কেউটিয়া ৭ ও ৯ নম্বর ওয়ার্ডেও একই কায়দায় আগুন দেওয়া হয়েছিল। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।”
রাউজানের ইউএনও এস এম রাহাতুল ইসলাম জানিয়েছেন, “পাড়া-মহল্লায় কমিটি করে পাহারার ব্যবস্থা করা হয়েছে। তদন্তের পর আমরা বিষয়গুলো স্পষ্টভাবে জানব।”
স্থানীয়রা বলেন, গত পাঁচ দিনে রাউজানের তিনটি এলাকায় একই কায়দায় হিন্দু পরিবারের বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এমইউএম/










