‌সংসারের জার্নিটা ছোট ছিল- বিন্দু,

বিয়ের এক যুগ বা ১২ বছর পর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবর জানিয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আফসানা আরা বিন্দু। সোমবার (২২ ডিসেম্বর, ২০২৫) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি তার এই দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন।

বিয়ের পর অভিনয়জীবনকে বিদায় জানান অভিনেত্রী আফসান আরা বিন্দু। ২০১৪ সালে ব্যবসায়ী আসিফ সালাহউদ্দিন মালিককে বিয়ে করে পুরোদস্তুর সংসারী বনে যান। সেই তিনিই এবার জানালেন বিয়ে ভাঙার কথা।

সম্প্রতি এক পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে জানালেন নিজের জীবনের এ দুঃখজনক ঘটনার কথা। বিন্দু জানান, ২০২২ সালে বিচ্ছেদ হয়েছে তার। ২০১৭ সাল থেকেই স্বামীর কাছ থেকে আলাদা ছিলেন অভিনেত্রী। পাঁচ বছর পর তারা চূড়ান্তভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিন্দু বলেন, অনেকেই মনে করেন আমি এখনো বিবাহিত। কিন্তু না, আমার বিচ্ছেদ হয়ে গেছে। আমার সংসারের জার্নিটা অনেক ছোট ছিল।

বিচ্ছেদের কারণ জানিয়ে তিনি বলেন, আলাদা হওয়ার জন্য অনেকসময় বড় কারণ থাকে, বড় ঘটনা ঘটে। অনেকসময় আবার তেমন কোনো কারণও দরকার হয় না। আমার এই জার্নিতে আরও একজন মানুষ জড়িত। তারও ব্যক্তিগত জীবন আছে। বিচ্ছেদ নিয়ে কোনো ব্যাখ্যা দিয়ে তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাই না।

প্রসঙ্গত, ২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা দিয়ে শোবিজে যাত্রা শুরু হয় বিন্দুর। অল্প দিনেই হয়ে ওঠেন মিডিয়ার নিয়মিত মুখ। সবশেষ তাকে দেখা গেছে ওয়েব ফিল্ম ‘উনিশ ২০’-এ। এতে তার বিপরীতে অভিনয় করেন আরিফিন শুভ।

মামুন/