বিয়ের এক যুগ বা ১২ বছর পর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবর জানিয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আফসানা আরা বিন্দু। সোমবার (২২ ডিসেম্বর, ২০২৫) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি তার এই দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন।
বিয়ের পর অভিনয়জীবনকে বিদায় জানান অভিনেত্রী আফসান আরা বিন্দু। ২০১৪ সালে ব্যবসায়ী আসিফ সালাহউদ্দিন মালিককে বিয়ে করে পুরোদস্তুর সংসারী বনে যান। সেই তিনিই এবার জানালেন বিয়ে ভাঙার কথা।
বিচ্ছেদের কারণ জানিয়ে তিনি বলেন, আলাদা হওয়ার জন্য অনেকসময় বড় কারণ থাকে, বড় ঘটনা ঘটে। অনেকসময় আবার তেমন কোনো কারণও দরকার হয় না। আমার এই জার্নিতে আরও একজন মানুষ জড়িত। তারও ব্যক্তিগত জীবন আছে। বিচ্ছেদ নিয়ে কোনো ব্যাখ্যা দিয়ে তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাই না।
প্রসঙ্গত, ২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা দিয়ে শোবিজে যাত্রা শুরু হয় বিন্দুর। অল্প দিনেই হয়ে ওঠেন মিডিয়ার নিয়মিত মুখ। সবশেষ তাকে দেখা গেছে ওয়েব ফিল্ম ‘উনিশ ২০’-এ। এতে তার বিপরীতে অভিনয় করেন আরিফিন শুভ।
মামুন/










