পুরো রাজশাহীর প্রয়োজন নেই, শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলই মাত্র ৩০ মিনিটের ব্যবধানে ‘ফুটেজখোর’ সালাহউদ্দিন আম্মারকে (রাকসুর বর্তমান জিএস) ক্যাম্পাস থেকে বের করে দিতে সক্ষম।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাবি শাখা ছাত্রদল আয়োজিত একটি মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।
সম্প্রতি সালাহউদ্দিন আম্মার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ডিনের পদত্যাগের দাবিতে আন্দোলন করেন এবং শিক্ষকদের প্রতি ‘অশালীন ও হুমকিমূলক’ আচরণ করেন বলে ছাত্রদল অভিযোগ তোলে। ছাত্রদল আম্মারের এই কর্মকাণ্ডকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ এবং ‘মব-সন্ত্রাস’ হিসেবে অভিহিত করেছে।
এই হুমকির জবাবে সালাহউদ্দিন আম্মার তার ফেসবুক পোস্টে লেখেন, তাকে ডিস্টার্ব করতে আসলে তিনি ‘১, ২, ৩, ৪ করে দেবেন’ এবং তিনি তার সাংবিধানিক দায়িত্ব পালন করছেন কি না তা খতিয়ে দেখার আহ্বান জানান।










