ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে আজ মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। কূটনৈতিক সূত্র জানায়, নয়াদিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ
মিশনগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে তাকে ডাকা হয়।
বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এ তলব করেন এবং ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানান। গত ১০ দিনের মধ্যে এটি দ্বিতীয়বার ভারতের হাইকমিশনারকে তলব করা হলো।
এর আগে ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে তলব করে হামলাকারীদের প্রত্যর্পণ ও নয়াদিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে উদ্বেগ জানানো হয়েছিল। পাল্টা হিসেবে ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ভারত।
এদিকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ এবং আজ নয়াদিল্লি ও মুম্বাইয়ে বিক্ষোভের ডাকের প্রেক্ষাপটে ঢাকা–দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সাবরিনা রিমি/










