রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারকে ‘মব-সন্ত্রাসী’ বলে অভিযোগ তুলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল (রাবি)।
গত বৃহস্পতিবার তার ফেসবুক পোস্টে আওয়ামীপন্থী ছয় ডিনকে রোববারের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয় এবং ‘বাকিটা বুঝিয়ে দেব’ বলে হুমকি প্রদান করা হয়। এই হুমকিমূলক বক্তব্যকে অছাত্রসুলভ আচরণ বলে রাবি ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে দাবি করা হয়।
রাবি ছাত্রদলের বিবৃতিতে বলা হয়েছে, রাকসুর জিএস-এর এই আচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ এবং শিক্ষার পরিবেশ নষ্ট করছে। তারা ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে প্রমাণসহ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। সালাহউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং রাকসু নির্বাচনে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে জিএস পদে জয়ী হয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকে ক্যাম্পাস রাজনীতিতে সক্রিয় সালাহউদ্দিন আম্মার জুলাই গণঅভ্যুত্থানে সমন্বয়ক হিসেবে পরিচিতি লাভ করেন। রাবির অভিযোগের মুখে রাকসুর এই নেতা কীভাবে সাড়া দেন তা এখনও জানা যায়নি।










