বাংলাদেশের ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানিয়েছেন, ভারত এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।
গত ২০ ডিসেম্বর নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ২০-২৫ জন যুবক জড়ো হয়ে দীপু দাসের হত্যার প্রতিবাদ জানান এবং বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার দাবি তোলেন। তবে এই ঘটনা নিয়ে বাংলাদেশের কিছু সংবাদমাধ্যমে ‘বিভ্রান্তিকর’ ও ‘ভুয়া’ খবর প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছে ভারত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করেছেন যে:
দূতাবাসের নিরাপত্তা: হাইকমিশনের সীমানার মধ্যে জোর করে ঢুকে পড়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি এবং দূতাবাসের নিরাপত্তা বিঘ্নিত হয়নি।
পুলিশি ব্যবস্থা: বিক্ষোভকারীদের উপস্থিতির কয়েক মিনিটের মধ্যেই পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ভারতের প্রতিশ্রুতি: ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ:
রণধীর জয়সওয়াল আরও জানান যে, ভারত বাংলাদেশের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ক্রমাগত হামলার বিষয়ে ভারতের গভীর উদ্বেগের কথা ইতিমধ্যে বাংলাদেশি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভারতীয় কর্মকর্তারা এ বিষয়ে নিয়মিত বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে বিবৃতিতে জানানো হয়।










