নেতৃবৃন্দ অবিলম্বে বিদেশে পালিয়ে থাকা খুনি ও এই হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসি নিশ্চিত করার দাবি জানিয়েছেন
ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ শরিফ ওসমান হাদির বিপ্লবী চেতনা ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে যুগ যুগ ধরে প্রেরণা যোগাবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ওসমান হাদি ছিলেন সাহসী বীর যোদ্ধা। স্পষ্ট ভাষায় জনস্বার্থের জন্য নিবেদিত প্রাণ। জুলাইয়ের বিপ্লবী বীর ওসমান হাদির উপর হামলাকারীদের অবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও জাতির সামনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিবৃতিদাতারা হলেন, ইসলামী ঐক্যজটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, মহাসচিব অধ্যাপক আব্দুল করিম,সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাওলানা মোছাব্বির রহমান মোল্লা, যুগ্ম-মহাসচিব মাওলানা মো. ইলিয়াস আতহারী ও ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মো. বেলাল হোসাইন।










