বেলারুশ বেলুন আতঙ্ক, লিথুয়ানিয়ায় জরুরি অবস্থা জারি

বেলারুশ থেকে আসা চোরাচালানের বেলুন বা ‘স্মাগলার বেলুন’-এর কারণে বিমান চলাচলে বারবার বিঘ্ন ঘটায় লিথুয়ানিয়ার সরকার মঙ্গলবার দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে। একই সঙ্গে সরকার পুলিশ ও সীমান্তরক্ষীদের পাশাপাশি সামরিক বাহিনী মোতায়েনে পার্লামেন্টের কাছে অনুমতি চেয়েছে। 

লিথুয়ানিয়ার অভিযোগ, বেলারুশের চোরাচালানকারীরা সিগারেট পরিবহণের জন্য এই আবহাওয়া বেলুনগুলো পাঠাচ্ছে, যা রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের পক্ষ থেকে একটি হাইব্রিড আক্রমণ। এই বেলুনগুলোর কারণে ভিলনিয়াস বিমানবন্দরকে বারবার বন্ধ করে দিতে হয়েছে।

মঙ্গলবার লিথুয়ানিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিস্লাভ কোন্দ্রাতোভিচ বলেন, শুধুমাত্র বেসামরিক বিমান চলাচলে বিঘ্ন ঘটার কারণে নয়, জাতীয় নিরাপত্তার স্বার্থেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বেলারুশ এসব বেলুন পাঠানোর দায় অস্বীকার করে উল্টো লিথুয়ানিয়ার বিরুদ্ধে উস্কানির অভিযোগ এনে দাবি করেছে, লিথুনিয়া বিস্ফোরক ভর্তি একটি ড্রোন পাঠিয়েছে। লিথুয়ানিয়া যথারীতি অস্বীকার করেছে।

লিথুয়ানিয়ার সরকার সেনাবাহিনীকে বর্ধিত ক্ষমতা দেওয়ার জন্য পার্লামেন্টের কাছে আবেদন করেছে। মন্ত্রী কোন্দ্রাতোভিচ জানিয়েছেন, পার্লামেন্ট রাজি হলে জরুরি অবস্থার সময় সেনাবাহিনী, পুলিশ, সীমান্তরক্ষী এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথভাবে, এমনকি এককভাবেও কাজ করার অনুমতি পাবে।

যদি পার্লামেন্ট অনুমোদন দেয়, তবে সেনাবাহিনীর যে অতিরিক্ত ক্ষমতাগুলো থাকবে সেগুলো হলো- নির্দিষ্ট এলাকায় প্রবেশাধিকার সীমাবদ্ধ করা। যানবাহন থামানো ও তল্লাশি করা। ব্যক্তি, তাদের কাগজপত্র এবং জিনিসপত্র যাচাই করা। যারা প্রতিরোধ করবে বা অপরাধী সন্দেহে থাকবে, তাদের আটক করা।

প্রতিরক্ষা মন্ত্রী রবার্টাস কাউনাস বলেন, এই কার্যগুলো সম্পাদনের জন্য সামরিক বাহিনীকে বলপ্রয়োগের অনুমতিও দেয়া হবে। এই জরুরি ব্যবস্থাগুলো সরকার প্রত্যাহার না করা পর্যন্ত বহাল থাকবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ১ ডিসেম্বর সীমান্ত পরিস্থিতি খারাপ হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন এবং বেলুন অনুপ্রবেশকে বেলারুশের একটি হাইব্রিড আক্রমণ বলে অভিহিত করেন।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালে বেলারুশ কর্তৃক অবৈধভাবে অভিবাসীদের সীমান্ত পার করে পাঠানোর অভিযোগ এনে লিথুয়ানিয়া বেলারুশ সীমান্ত অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছিল। এর পরের বছর, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের আশঙ্কায় লিথুয়ানিয়া দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিল।