- আলোকিত স্বদেশ রিপোর্ট :
গ্রাহকের প্রায় তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগের মামলায় এজে আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের যশোর নিউ মার্কেট শাখার সহকারী ইমরুল প্রমাণিক শুভকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এরআগে, ইমরুল প্রামাণীক শুভকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করে যশোর কোতআলী থানা পুলিশ। পরে তার উপস্থিতিতে শুনানি হয়। বাদীপক্ষের আইনজীবী তার জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত শুভের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ৬ নভেম্বর এজে আর কুরিয়া সার্ভিসের যশোর পুলিশ লাইন টালিখোলা এরিয়া ম্যানেজার, এজে আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের ম্যানেজার মো. শরিফুল ইসলাম জনি বাদী হয়ে যশোর কোতআলী থানায় মামলা দায়ের করেন। মামলায় একমাত্র আসামী ইমরুল প্রামাণিক শুভ (৩২), পিতা মৃত; ইসহাক প্রামাণিক, গ্রাম-প্রা: বাড়ী কোলপাড়া, চরবিষ্ণুপুর, উপজেলা, থানা-সদরপুর, জেলা-ফরিদপুর। ইমরুল প্রামাণিক শুভ এজে আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের যশোর নিউ মার্কেট শাখার সহকারী হিসেবে কর্মরত ছিলেন, তাকে এজে আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড থেকে চাকরিচ্যুত করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, আসামি ইমরুল প্রামাণিক শুভ এজে আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের যশোর শাখার সহকারী বিভিন্ন সময়ে সু-কৌশলে গ্রাহকের প্রায় তিন লাখ টাকা আত্মসাৎ আত্মসাৎ করেছেন,যা প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ অডিট রিপোর্টে উঠে এসেছে। আসামি বিভিন্ন সময় জাল-জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে এজে আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড থেকে প্রায় তিন লাখ টাকা আত্মসাৎ করেছেন।