আতিফ আসলামের কনসার্ট ইস্যুতে সাইবার হামলার রহস্য উন্মোচন

সাইবার আক্রমণে জড়িত থাকার অভিযোগে আরিফ আরমান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে ‘টিকেট টুমরো’ প্ল্যাটফর্ম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বলা হয়, সিআইডির সাইবার ইন্টেলিজেন্স ও রিস্ক টিম ‘টিকেট টুমরো’ প্ল্যাটফর্মে সাইবার আক্রমণে জড়িত থাকার অভিযোগে আরিফ আরমান (৩০) কে গ্রেফতার করেছে। এই পুরো ঘটনার সাথে অ্যাডভেন্টর গ্লোবাল লিমিটেড এবং এর সিস্টার কনসার্ন টিকিফাই এর সম্পূর্ণ সম্পৃক্ততা পাওয়া গেছে। এই আক্রমণটি ২৩ অক্টোবর ঘটে, যার ফলে কনসার্টের টিকেট কেনা গ্রাহকদের সংবেদনশীল তথ্য; যেমন- নাম, ঠিকানা, ইমেইল এবং ফোন নম্বর ফাঁস হয়।

সাইবার আক্রমণে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার আরিফ আরমান। ছবি: সংগৃহীত