গণভবনে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক আজ

সরকারের পদত্যাগের দাবিতে দেশব্যাপী বিক্ষোভের মধ্যে রোববার নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির বৈঠক বসতে পারে।  বেলা ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প ও বাণিজ্য মন্ত্রীসহ ২৭ সদস্যের কমিটির সব সদস্য; মন্ত্রিপরিষদ সচিব; প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব; এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

এর আগে গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের প্রায় দেড় মাস আগে গত ১৫ নভেম্বর এ কমিটি বৈঠক হয়।

চলমান আন্দোলনে গত ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে শিশুসহ অন্তত ২০৩ জন নিহত হয়েছেন। শুক্রবার হবিগঞ্জ ও খুলনায় সহিংসতায় এক পুলিশ কনস্টেবলসহ আরও দুইজন নিহত হয়েছেন। শনিবার চট্টগ্রাম ও গাজীপুরে নিহত হয়েছেন আরও অন্তত দুজন।

সরকার গত ১৯ জুলাই মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কারফিউ জারি করে এবং পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন করে।