যুক্তরাজ্যের লন্ডনে হিথরো বিমানবন্দরে ভার্জিন আটলান্টিক জেট ও ব্রিটিশ এয়ারওয়েজের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবারের এ সংঘর্ষে উড়োজাহাজ দুটির পাখা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
ব্রিটিশ এয়ারওয়েজ এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের প্রকৌশল দল উড়োজাহাজগুলো পরীক্ষা করছে এবং যাত্রীদের ওপর এ ঘটনার প্রভাব সীমিত করতে একটি বিকল্প বিমান সরবরাহ করেছি।’
ভার্জিন আটলান্টিক বলেছে, এর যাত্রীশূন্য বোয়িং ৭৮৭–৯ বিমানটি ফ্লাইট শেষ করে এয়ারফিল্ডের অন্য অংশে নিয়ে যাওয়ার সময় তৃতীয় টার্মিনালে এ ঘটনাটি ঘটে।
ভার্জিন আটলান্টিকের মুখপাত্রকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ‘আমরা একটি পূর্ণ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছি এবং আমাদের প্রকৌশল দল উড়োজাহাজটি পরীক্ষা করছে। উড়োজাহাজটি আপাতত পরিষেবার আওতার বাইরে রাখা হয়েছে।’
হিথরো কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় জরুরি সেবা ও দুই এয়ারলাইন্সের সঙ্গে কাজ করছে তারা।