২০২৩ সালের আগস্টে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে পাড়ি জমিয়েছেন নেইমার। এর আগে ফরাসি ক্লাবটির হয়ে খেলেছিলেন ছয় বছর। বার্সেলোনা থেকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে ২০১৭ সালে যোগ দিয়েছিলেন পিএসজিতে। ইউরোপে মুদ্রাস্ফীতি থাকা স্বত্ত্বেও এত দামে দলবদলের কারণে এবার বিপাকে পড়তে যাচ্ছে তারা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভোর এক প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতীক অপরাদে অভিযুক্ত হতে পারে পিএসজি। ইতোমধ্যে ফ্রান্সের সাবেক সংসদ সদস্য হুজু রেনসন (যিনি দেশটির বর্তমান রাষ্ট্রপ্রধান এমানুয়েল মাক্রোঁর রেনাইস্যান্স পার্টির সদস্য) এবং পিএসজির সাবেক কমিউনিকেশন ম্যানেজার জিন-মার্শিয়াল রিবসের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।
অভিযোগ এসেছে, নেইমার পিএসজিতে যোগ দেওয়ার পর রেনসন ক্লাবটির কমিউনিকেশন ম্যানেজার জিন-মার্শিয়াল রিবসের সহায়তায় ট্যাক্স হাতিয়ে নিয়েছে। এমনকি এই অর্থ পাচারেরও অভিযোগ এসেছে রেনসনের বিরুদ্ধে। বিষয়টি এখনও পরিষ্কার না হলেও যদি প্রমাণিত হয়, তবে রেনসন ও পিএসজি শাস্তি পাবে।