ছিলোনিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন জমে উঠেছে

নোমান খসরু

নোয়াখালী প্রতিনিধি- দীর্ঘ প্রতীক্ষার পর জমে উঠেছে ছিলোনিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন । নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ অক্টোবর।

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থী ও ভোটারদের মাঝে প্রচার প্রচারনায় ততই বাড়ছে। প্রার্থীরা ঘুরছে, ভোটারদের দিচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি। প্রচার প্রচারণা মাঠে ব্যাস্ত সময় পার করছেন সহ সাধারণ সম্পাদক পদে আপেল মার্কা নিয়ে মনিরুল ইসলাম রুবেল।

তিনি বলেন, আমি যদি সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হই, বাজার থেকে সন্ত্রাস মুক্ত করবো এবং বাজারকে একটি মডেল বাজার হিসেবে রূপান্তর করবো এবং নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম মহোদয়ের হাত ধরে ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করব।উল্লেখ্য, সভাপতি পদে তিনজন সহ-সাধারণ সম্পাদক পদে দুইজন এবং অন্যান্য প্রার্থী মিলিয়ে আঠারো জনপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন । মোট ভোটারের সংখ্যা ১৫২ জন।