আ.লীগের প্রার্থী ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে

ডেস্ক নিউজঃ দুই সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে শাহজাহান আলম সাজু এবং লক্ষ্মীপুর-৩ আসনে মোহাম্মদ গোলাম ফারুক পিংকুকে মনোনয়ন দিয়েছে দলটি।

গতকাল রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে গণভবন থেকে বের হয়ে সাংবাদিকদের এ তথ্য জানান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শাহজাহান আলম সাজু শিক্ষক নেতা এবং গোলাম ফারুক পিংকু লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি।

শেখ হাসিনা ছাড়া নির্বাচন হবে না : আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা আমাদের সংবিধান ছাড়া কারও সিদ্ধান্ত মেনে নেব না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, আর তখন নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে সরানোর জন্য নয়- বিএনপির এমন কথা তাদের স্বভাবসুলভ মিথ্যাচারের বহিঃপ্রকাশ। তাদের টার্গেট হচ্ছে, ‘ইলেকশন উইথআউট শেখ হাসিনা’। তাদের লক্ষ্য ও একদফার মূল কথা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ।

ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র দেশ থেকে হোক বিদেশ থেকে হোক, আমাদের এই নিয়ে কোনো মাথাব্যথা নেই। আমরা বুঝি আমাদের সংবিধান। নির্বাচন কীভাবে হবে আমাদের সংবিধানে রয়েছে। আমরা যাই করি সংবিধানসম্মতভাবে করব। দেশ থেকে বিদেশ থেকে কে কোন চাপ দিল, এসব নিয়ে আমাদের মাথাব্যথা নেই।