টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে দেড় মিনিট স্থায়ী আকস্মিক এক ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে অন্তত ১৩টি পরিবারের ব্যাপক ক্ষতি হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের পূর্ব হলদিয়া গ্রামের আংশিক এলাকা ঝড়ের ছোবলে পড়ে এমন ক্ষতির শিকার হয়েছে।
ইউনিয়ন পরিষদ থেকে তাৎক্ষণিক আনুমানিক হিসাব করে দেখানো হয়েছে, বসতবাড়ি ও ফসল-ফলের বাগান ধ্বংস হয়ে গেছে ১৩ ব্যক্তির। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইউপি সদস্য শরাফত হোসেন জানান, মেঘাচ্ছন্ন পরিবেশ ছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। সাড়ে ৪টার দিকে হঠাৎ একটি ঘূর্ণিঝড় হলদিয়া পূর্বপাড়ার ওপর দিয়ে বয়ে যায়। এ সময় এলাকার অন্তত ৭টি কলাবাগানের কলাগাছ ভেঙে ও নুইয়ে পড়ে। একজন বীর মুক্তিযোদ্ধার বাড়িসহ ৫ জনের বাড়িঘরের অনেক ক্ষতি হয়েছে। টিনের চালা উড়িয়ে নিয়ে যায়।
ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মহির জানান, বিকালের ওই হঠাৎ ঝড়ের পর এলাকা পরিদর্শন করে তাৎক্ষণিক একটা হিসাব করা হয়েছে। সম্পদের ক্ষতির হিসাব দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত দেওয়া হয়েছে।