পাকিস্তানের পেস আক্রমণে চাপে টাইগাররা

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের ভয়ংকর পেস আক্রমণে বিপাকে বাংলাদেশ দল। পাকিস্তানের তিন তারকা পেসার নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের গতির শিকার হয়ে একের পর এক সাজঘরে ফেরেন মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, মোহাম্মদ নাইম শেখ ও তাওহিদ হৃদয়।

৯.১ ওভারে দলীয় ৪৭ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। এশিয়া কাপের চলমান ১৬তম আসরে সুপার ফোরের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে টাইগাররা।

বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

আগে ব্যাটিংয়ে নেমে নাসিম শাহের করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার মেহেদি হাসান মিরাজ।

নাসিম শাহের শর্ট অব লেংথ বলে ফ্লিক করতে গিয়ে মিডউইকেটে ফখর জামানের হাতে সহজ ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরেন মিরাজ। তার বিদায়ে ১.১ ওভারে ০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

আফগান পরীক্ষায় সফল হওয়ার কারণে পাকিস্তান ম্যাচেও মিরাজকে ওপেনিংয়ে নামানো হয়। এদিন সুবিধা করতে পারেননি জাতীয় দলের এই অলরাউন্ডার।

মিরাজ আউট হওয়ার পর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি ওপেনার লিটন কুমার দাস। ১৩ বলে চার বাউন্ডারিতে ১৬ রান করা লিটন শাহিন শাহ আফ্রিদির অফ স্টাম্পের বাইরে শর্ট অব লেংথ বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন।

হারিস রউফের শর্ট বলে পুল করতে গিয়ে রউফের হাতেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার নাইম শেখ। তিনি ২৫ বলে চার বাউন্ডারিতে ২০ রানে ফেরেন।

৯.১ ওভারে দলীয় ৪৭ রানে হারিস রউফের দ্বিতীয় শিকার হন তাওহিদ হৃদয়। রউফের বলে বোল্ড হয়ে ফেরেন তাওহিদ।