আজ বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে আজ বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় খেলাটি শুরু হবে।

সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে খেলার আগেই একাদশ ঘোষণা করে দিয়েছে প্রতিপক্ষ পাকিস্তান।

এশিয়া কাপের শুরু থেকেই একদিন আগে একাদশ ঘোষণা করে দিচ্ছে পাকিস্তান। নেপাল ম্যাচ থেকে এমনটি শুরু করে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও ১১ ঘণ্টা আগে একাদশ ঘোষণা করে পিসিবি।

বাংলাদেশের বিপক্ষেও ব্যতিক্রম করেনি। টাইগারদের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। বাঁহাতি স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে বসিয়ে পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফকে একাদশে নিয়েছে।

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, সালমান আলী আগা, ফাহিম আশরাফ, শাদাব খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।