জেলা প্রতিনিধিঃ ২ কেজি ১২ গ্রামের একটি রুপালি ইলিশ মাছের দাম হাঁকানো হচ্ছে ৯ হাজার টাকা। ঘটনাটি ঘটেছে বরগুনা পৌর মাছ বাজারে। মাছটি বরগুনার স্থানীয় নদী বিষখালী থেকে ধরেছেন জেলেরা।
মাছ ব্যবসায়ীরা জানান, শনিবার (১২ আগস্ট) সন্ধ্যায় বিষখালী নদীর ঢলুয়া ইউনিয়নের চলাভাঙা এলাকার জেলে মাসুদ আহম্মেদের জালে ধরা পড়েছে এই মাছটি।
জেলে মাসুদ আহম্মেদ জানান, প্রতিদিনের মতো সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের চলাভাঙা বিষখালী নদীর অংশে ইলিশের জাল ফেলে আসেন তিনি। সন্ধ্যায় স্বাভাবিক নিয়মে জাল টেনে উঠানোর পর দেখতে পান একটি বড় ইলিশসহ পাঁচটি ইলিশ তার জালে আটকা পড়েছে। পরিবারের জন্য একটি ইলিশ রেখে বাকি চারটি ইলিশ বাজারে নিয়ে আসেন। বাজারে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে নিলাম হয় মাছের।
এক খুচরা মাছ বিক্রেতা বলেন, ২ কেজি ১২ গ্রাম ওজনের ইলিশ মাছটির দাম হাঁকিয়েছি ৯ হাজার টাকা। বাজারে বড় মাছের ক্রেতা কম, তাই দাম ৯ হাজারের একটু কম হলেও মাছটি বিক্রি করব।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, এ বছর প্রকৃতিক দুর্যোগের কারণে জেলেরা সাগরে কম মাছ ধরলেও নদীতে মাঝে মাঝে বড় সাইজের ইলিশ মাছ ধরা পড়ছে। গত বছরের তুলনায় ইলিশ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। মাছের দাম বেশি থাকায় জেলেরা মোটামুটি লাভবান হচ্ছে।