মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ ভ্রমণ মানুষকে কুপমন্ডুকতার ছত্রছায়া থেকে মুক্ত করে বিশাল পৃথিবীর অপার সৌন্দর্যের মধ্যে ঠাঁই দেয়।মানুষের মনকে করে তোলে উদার।ক্ষুদ্র এ মানব জীবনকে দান করে গতিশীলতা।আর সেই ভ্রমণ যদি হয় শিক্ষা লাভের উদ্দেশ্যে তাহলে তো কথাই নেই।শিক্ষা সফরের মাধ্যমে মানুষের অসম্পূর্ণ ও আবদ্ধ জ্ঞান বিকাশ লাভের সুযোগ পায়।শিক্ষা সফর একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনকে করে আনন্দময় ও পরিপূর্ণ।শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা সুযোগ পায় নিজের দেশ ও জাতির ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতি তথা নিজের শেকড় সম্পর্কে জানতে।এছাড়া দেশের বাইরে সফরের মাধ্যমে তারা নানা দেশ ও জাতির ইতিহাস, ঐতিহ্য ও জীবনযাত্রার সাথে পরিচিত হতে পারে যা তাদের জ্ঞানের সীমাকে প্রসারিত করে।
বই পড়ে যে শিক্ষা অর্জন করা হয় তা পরিপূর্ণ শিক্ষা নয়।শিক্ষার সাথে বাস্তব জ্ঞানের সংমিশ্রণ ঘটাতে পারলেই তা হয়ে উঠে পরিপূর্ণ শিক্ষা। নানা রকম ব্যবহারিক কর্মকান্ডের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে এ পূর্ণতা অর্জন করা যায়।এসব কর্মকান্ডের মধ্যে শিক্ষা সফর অন্যতম।শিক্ষা সফরে গিয়ে শিক্ষার্থীরা শুধু আনন্দ লাভই করে না,বরং ঐতিহাসিক বিভিন্ন বিষয় প্রত্যক্ষ করে এবং সে বিষয়গুলো সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করে। তাই প্রকৃত ও পূর্ণাঙ্গ শিক্ষা অর্জনের জন্য শিক্ষা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।বর্ণাঢ্য আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন খাসমহল বালুচর গ্রামের মেধাবিকাশ একাডেমির শিক্ষা সফর ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং স্কুল ম্যানেজিং কমিটিও এ শিক্ষা সফরে অংশগ্রহণ করেন। গত (৩ ফেব্রুয়ারি)শুক্রবার দিনব্যাপী এ শিক্ষা সফর ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন মেধাবিকাশ একাডেমির শিক্ষক,শিক্ষিকারা। এই দিন অনুষ্ঠানসূচির মধ্যে ছিল সকাল ৭.৩০ টায় অবিভাবক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি পর্ব। ৭.৪৫ মিনিটে জাতীয় সঙ্গীত ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন,এরপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ সকলের জন্য দোয়া কামনা করে যাত্রা শুরু করা হয়।জাতীয় স্মৃতিসৌধ,কেন্দ্রীয় শহিদ মিনার,মুক্তিযুদ্ধের জাদুঘর ঘুরে সন্ধার পর শেষ করে। এসময় উপস্থিত ছিলেন,স্কুলের প্রধান শিক্ষক মোঃফারুক আহমেদ,বাংলা টিভির মাওয়া মুন্সীগঞ্জ প্রতিনিধিঃমোঃ মোস্তফাসহ স্কুলের সকল শিক্ষক,শিক্ষিকারা