রাজবাড়ীতে নারীদের মাঝে খাদ্যশস্য বিতরন

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ৩৪৫ জন উপকার ভোগী নারীর মাঝে ভিডব্লিউবির কার্ড ও খাদ্য শস্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এসব কার্ড ও খাদ্য শস্য বিতরণ করেন।

নবারপুর ইউনিয়ন পরিষদের সভাপতি মো. বাদশা আলমগীরের সভাপতিত্বে এসময় মো. জিল্লুল হাকিম এমপি বলেন, একজন মানুষ নিজ ঘরে সুস্থভাবে বেঁচে থাকতে যা যা প্রয়োজন প্রধানমন্ত্রী সেটি করেছেন। আশ্রয়হীন মানুষের ঘর করে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী।

বয়স্ককালে সবার টাকা-পয়সার প্রয়োজন হয়। বয়স্ক ভাতার মাধ্যমে সেই সুবিধা পাচ্ছেন দেশের মানুষ। এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মো. ইউসুফ হোসেন, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।