ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি থেকে তুলে নিয়ে অলি মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

অলি মিয়া ওই গ্রামের মৃত শহীদ মিঞার ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের ইকবাল হোসেনের সঙ্গে অলি মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে রবিবার ২৯ জানুয়ারি সন্ধ্যায় অলি মিয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন ইকবাল ও তার লোকজন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সিয়াম বলেন, ‘প্রথমে নওমুদ্দিন আব্বার পেটে কোপ মারে, পরে সবুজে আইসা মুখে টেটা দিয়া গাই মারে। আমার বাবার হত্যাকারীদের বিচার চাই।’

ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান বকুল বলেন, ‘নিহত অলি ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।’

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নূরে আলম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের ধরতে অভিযান চলছে।