জামালপুরে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত

ডা. আজাদ খান, জামালপুর জেলা প্রতিনিধি:

বুধবার (২৫ জানুয়ারী) জামালপুর উপজেলা পরিষদের সভাকক্ষে নিউট্রিশন সেনসিটিভ ভ্যালু চেইনস ফর স্মলহোল্ডার ফারমার্স (এনএসভিসি) প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভূক্তিকরণ ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন- লিটুস লরেন্স চিরান, উপজেলা নির্বাহী অফিসার, জামালপুর।
সমাজ সেবা বিভাগ, জামালপুর সদর স্বাস্থ্য বিভাগ (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, জামালপুর) এবং বেসরকারী সংস্হা ও সংগঠন থেকে আগত মোট ৩৮ জন কর্মীবৃন্দ অংশগ্রহন করেন।

সভায় বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে (সোশ্যাল সেফটিনেট প্রোগ্রাম) অন্তর্ভূক্তিকরণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

২১৪ জন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভূক্তিকরণ প্রক্রিয়ায় সহায়তা করার জন্য জামালপুর সদর উপজেলা প্রশাসন, সমাজ সেবা বিভাগ, জামালপুর সদর স্বাস্থ্য বিভাগ (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, জামালপুর) এবং স্হানীয় বেসরকারী সংগঠনক ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান তার বক্তব্যে বলেন- বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা বেষ্টিনীতে অন্তভূক্তিকরন প্রক্রিয়ার মাধ্যমে সরকারকে সহযোগিতা করার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, জামালপুর, সমাজ সেবা বিভাগের কর্মকর্তাসহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সহ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা যাহাতে বিচ্ছিন্নভাবে সেবা পেতে পারেন তার জন্য কলিং বেলের ব্যবস্হা করার জন্য উপজেলা সমাজসেবা অফিসার কে নির্দেশনা প্রদান করেন।

উক্ত মিটিংয়ে আর আলোচনা করেন ডা: হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় জামালপুর সদর, তিনি বলেন -মাসে একবার করে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার এবং সমাজ সেবা বিভাগের কর্মকর্তা কর্তৃক বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের স্বাস্থ্য পরিক্ষার ব্যবস্হা করলে পরবর্তীতে বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা ইউনিয়ন পর্যায় থেকে সহজেই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর (সেভটি নেট কার্যক্রম) সেবাসমূহের আওতাভুক্ত হতে পারবে।
মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জামালপুর সদর উপজেলা উল্লেখ করেন, ওয়ার্ল্ড ভিশন কর্তৃক আয়োজিত এ ধরনের কার্যক্রমটি একটি ভাল উদ্যোগ যা সমাজ সেবা বিভাগকে ইউনিয়ন পর্যায় থেকে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সহজে সেবা প্রাপ্তিতে সহায়তা করেছে।

এনএসভিসি প্রকল্পের উপকারভোগী শ্রীপুর নিবাসী সুরুজ আলী, বলেন- আমি সুবর্ণ নাগরিক কার্ড পেয়ে খুব খুশি।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, রুমা ইয়াসমিন, জেন্ডার স্পেশালিস্ট- এনএসভিসি প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মোঃ খোরশেদ আলম, মানবাধিকার কর্মী ও সভাপতি, তারকা সংঘ, জামালপুর।

আলোচনা সভায় সঞ্চালকের ভূমিকায় ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর সাদেকা বেগম, জেন্ডার অফিসার, মোঃ রেজাউল করিম- সাব ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর-এনএসভিসি প্রকল্প, অসীম চ্যাটার্জী, প্রকল্প ব্যবস্থাপক, এনএসভিসি প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।