সেতাবগঞ্জে এমবিএসকে’র উদ্যেগে কম্বল বিতরণ

যাদব চন্দ্র রায়,বিভাগীয় ব্যুরো চীফ, রংপুর: ২৪ জানুয়ারী মঙ্গলবার সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) দিনাজপুর এর আয়োজনে সেতাবগঞ্জ উপজেলার শীতার্ত বীর মুক্তিযোদ্ধা, অতি দরিদ্র, দুস্থ্য, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা ও নিঃস্ব ৬শ ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়।
এমবিএসকে’র নির্বাহী প্রধান মোসাঃ সুলতানা রাজিয়া খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, বোচাগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম ও সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর কবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন এমবিএসকে’র উপ-নির্বাহী প্রধান মোঃ খালেদ মোর্শারফ হোসেন্য। এসময় উপস্থিত ছিলেন এমবিএসকে’র চীফ কো-অডিনেটর (এমএফ) মোঃ আশরাফুল আলম, সিনিয়র প্রজেক্ট অফিসার উপেন্দ্র নাথ রায়, এমবিএসকে’র প্রধান কার্যালয়ের অডিটর মোঃ তোফাজ্জল হোসেন হিরা ও সেতাবগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার মোঃ দেলওয়ার হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এমবিএসকে’র সেতাবগঞ্জ এরিয়া ম্যানেজার মোঃ কফিল উদ্দীন। প্রধান অতিথি বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল শীতার্ত, অসহায়, অতি দরিদ্র, দুস্থ্য, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা, নিঃস্ব ও বীর মুক্তিযোদ্ধাসহ ৬শ ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়।