মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল,মাদক ছেড়ে খেলতে চল এ শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিভিন্ন আয়োজনে আনন্দ উৎসবমুখর পরিবেশে কংশপুরা প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।ছয়টি দলের অংশগ্রহনে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন।শুক্রবার ১৩ জানুয়ারী বিকাল ৩ টায় উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কংশপুরা একতা সংঘের আয়োজনে কংশপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্ব খেলা উদ্বোধক করেন প্রধান অতিথি লতব্দী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান জননেতা এস.এম.সোহরাব হোসেন।
খেলায় কংশপুরা রেড ড্রাগন বনাম কংশপুরা রাইজার্স অংশগ্রহণ করেন।এতে ৯৫ মিনিট খেলায় গোল শূন্য গোলে খেলাটি ড্র হয়।
রেফারীর দ্বায়িত্ব পালন করেন কংশপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফ রনি।
এ-সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,কংশপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম,আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতিবিরোধী অপরাধ তদন্ত সংস্থার মুন্সীগঞ্জ জেলা সদস্য আব্দুল হাকিম মাহমুদ,বিশিষ্ট সমাজসেবক খলিলুর রহমান, লতব্দী ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি মহিউদ্দিন আহমেদ,লতিফ সরকার,লতব্দী ইউনিয়ন পরিষদ ৩নং ওয়ার্ড সদস্য শরিয়ত মাহমুদ,সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী (টিটু),বিশিষ্ট রাজনৈতিবিদ মজিবুর রহমান মাদবর,সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন (সেন্টু),সাবেক ইউপি সদস্য কোরবান আলী, শাহজালাল শেখ,জামাল হোসেন কাজী প্রমুখ।
শেখ ফরিদ বাদলের পরিচানায় প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সহকারী পরিচালক হিসেবে দ্বায়িত্ব পালন করেন রাজিব হাসান,নাজমুল হোসেন,ফরহাদ হাওলাদার,সিয়াম হোসেন,নয়ন হোসেন।