যাদব চন্দ্র রায়,বিভাগীয় ব্যুরো চীফ, রংপুর: ১২ জানুয়ারী বৃহস্পতিবার জেলা প্রাণীসম্পদ অধিদপ্তর বালুবাড়ী দিনাজপুর কার্যালয় চত্বরে এসিআই এনিমেল হেল্থ-ঢাকা, প্রাণীসম্পদ অধিদপ্তর দিনাজপুর ও সাপ্তাহিক কৃষি ও আমিষ পত্রিকার উদ্যেগে গোবাদীপশুদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র (জ্যাকেট), গাভীর হজমের ঔষধ ও গাভীর বাছুরের জন্য ভিটামিন ঔষধ বিতরণ করা হয়।
প্রাণীসম্পদ অধিদপ্তর দিনাজপুরের প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবীদ মোঃ আলতাফ হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক কৃষি ও আমিষ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নুরুজ্জামান (জামান)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ভ্যাটেরিনারি অফিসার ড. আশিকা আকবর তৃষা ও জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র দিনাজপুরের উপ-পরিচালক (কৃত্রিম প্রজনন) ড. মাহফুজা খাতুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক কৃষি ও আমিষ পত্রিকার বার্তা সম্পাদক মোঃ বেলাল হোসেন ও গরু পালনকারী ব্যক্তি জয়ন্ত ঘোষ। সভাপতির বক্তব্যে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন বলেন, এই শীতে মানুষের যতটা না কষ্ট তার চেয়ে বেশী কষ্ট গাভীর ছোট ছোট বাচ্চাদের। তাদের শীত নিবারণের জন্য আমরা বিনামূল্যে জ্যাকেট, গাভীর হজমের ঔষধ ও গাভীর বাছুরের জন্য ভিটামিন ঔষধ বিতরণ করছি।