বাংলাদেশ-ব্রাজিলের মধ্যে ব্যবসা সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে- প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজন। দুই দেশের মধ্যে ব্যবসা সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তাই তিনি ব্রাজিলের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

রোববার (৮ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ  করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। সেখানেই তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, শেখ হাসিনা দ্বিপাক্ষিক বাণিজ্য ও ব্যবসা সম্প্রসারণে ব্রাজিল সরকারকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।  এই প্রেক্ষাপটে তিনি ব্রাজিলের সঙ্গে এবং আরও তিনটি মার্কোসুর দেশ- আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়ের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ওপর জোর দিয়েছেন।  তিনি আরও বলেন, ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ  একটি উন্নয়নশীল দেশে চূড়ান্তভাবে রুপ নেবে।