সকল জল্পনা-কল্পনা শেষ করে আবারও একসঙ্গে দেখা গেল শরিফুল রাজ ও পরীমণিকে। অভিনেত্রী শিরিন শিলার ভিডিও কলে এক ফ্রেমে দেখা গেছে তাদের।
বুধবার রাতে সামাজিকমাধ্যমে শিলা কয়েকটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা গেছে, পরী ও রাজ শিরিন শিলার সঙ্গে ভিডিওকলে কথা বলছেন। সেই ছবি তে তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে। শিরিন শিলা পোস্ট শেয়ার করে লেখেন, অভিনন্দন দোস্ত পরীমণি। পরিকে অভিনন্দন জানান তিনি সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য।