সীমান্তে বিএসএফের গোয়েন্দা কুকুর অন্তঃসত্ত্বা, বাংলাদেশি কুকুরকে সন্দেহ!

বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর এক গোয়েন্দা কুকুর অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। শুধু তাই নয়  বিএসএফ ছাউনিতে স্নিফার ডগ অন্তঃসত্ত্বা হয়ে তিন তিনটি শাবকেরও জন্ম দিয়েছে। কিভাবে অন্তঃসত্ত্বা হলো বিএসএফের ওই স্নিফার ডগ, তা জানতে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তৈরি হয়েছে ‘কোর্ট অফ এনকোয়্যারি’।

এই ঘটনা নিয়ে শুরু হয়েছে উচ্চপর্যায়ের তদন্ত। বিএসএফের ১৭০ ব্যাটেলিয়নের কুকুরের সাথে  ঘটনাটি বাংলাদেশ সীমান্তে হওয়ায় আরো সংশয় বেড়ে গেছে। বাংলাদেশি কুকুরের দিকে সন্দেহের তীর গিয়ে পড়েছে ।

জানা যায় এই  ঘটনার সূত্রপাত এ মাসের প্রথমদিকে। ল্যালসি নামে বিএসএফের এক স্নিফার ডগ তিনটি শাবকের জন্ম দিয়েছে ডিসেম্বরের ৫ তারিখ। ডিসেম্বরের ২৩ তারিখ সেই  বিএসএফ ব্যাটেলিয়নে একটি নোটিস এসে পৌঁছায়। সেখানে  ল্যালসি সম্পর্কিত বিস্তারিত তথ্য দিয়ে জানতে চাওয়া হয়েছে।  কিভাবে সে অন্তঃসত্ত্বা হলো এনকোয়ারি করতে বলা হয়েছে।