মাদকের চাহিদা হ্রাস করতে হলে সবাইকে একত্রিত হতে হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরো বলেন, মাদকের কুফল সম্পর্কে সচেতন হতে হবে । আমরা ২০৪১ সালের যে স্বপ্ন দেখেছি তা বাস্তবায়ন করতে হলে আমাদের তরুণ সমাজকে সাথে নিয়ে এগোতে হবে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘মাদকাসক্তি নিরাময়ে বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মন্ত্রী বলেন, আমাদের সন্তানেরা অত্যন্ত মেধাবী। সেই প্রজন্মকে যদি মাদকাসক্তি থেকে রক্ষা করতে না পারি তাহলে আমাদের স্বপ্ন অবাস্তবই থেকে যাবে। মাদকের চাহিদা কমাতে হলে মিডিয়া সাহায্য গুরুত্বপূর্ণ ।