ঢাকা পৌর করপোরেশনের প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টায় লন্ডনে নিজ বাসায় মারা যান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল বলেন, ১৯৭৮ সালে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে তার প্রথম কমিটির সদস্য ছিলেন তিনি। এছাড়া রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার এবং এইচ এম এরশাদের মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ছিলেন। এরশাদের পতনের পরপরই জাতীয় পার্টি ছেড়ে ব্যারিস্টার হাসনাত আবারও বিএনপিতে যোগ দেন এবং স্থায়ী কমিটির সদস্য হন।