আলোকিত স্বদেশ রিপোর্ট:
পবিত্র ঈদুল আজহায় সারা দেশে এবার মোট ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি গবাদিপশু কুরবানি হয়েছে, যা গত বছরের চেয়ে ৮ লাখ ৫৭ হাজার ৫২১টি বেশি কুরবানি হয়েছে।গত বছর সারা দেশে মোট ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি গবাদিপশু কোরবানি হয়েছিল।
দেশের আটটি বিভাগের মধ্যে ঢাকা বিভাগে কুরবানি হয়েছে সবচেয়ে বেশি।তবে ঢাকার চেয়ে চট্টগ্রাম বিভাগে গরু-মহিষ কুরবানি হয়েছে বেশি।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর ঢাকা বিভাগে ১১ লাখ ৬৭ হাজার ৮১০টি গরু-মহিষ, ১৩ লাখ ২৩ হাজার ৭১১টি ছাগল-ভেড়া ও অন্যান্য ২৪৭টিসহ মোট ২৪ লাখ ৯১ হাজার ৭৬৮টি গবাদিপশু।
চট্টগ্রাম বিভাগে ১৩ লাখ ১৩ হাজার ৬৭৮টি গরু-মহিষ, ৮ লাখ ১৪ হাজার ৬৮৫টি ছাগল-ভেড়া, অন্যান্য ৯৬টিসহ মোট ২১ লাখ ২৮ হাজার ৪৫৯টি গবাদিপশু।