রূপচর্চায়  কফির ব্যবহার

ছবি সংগৃহীত

আলোকিত স্বদেশ ডেস্কঃ সকালবেলা এক মগ ধোঁয়া ওঠা গরম কফি ছাড়া যেন আমাদের দিন শুরুই হয় না। তবে কফি যে কেবল পানীয় হিসেবেই অতুলনীয় তা নয়, ত্বকের যত্নেও অনন্য। নিয়মিত কফির স্ক্রাব ব্যবহার করলে ত্বকে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা। পাশাপাশি ত্বকে জমে থাকা মরা চামড়া ও ব্ল্যাকহেডস দূর করতেও সক্ষম এটি। কিভাবে?চলুন জেনে নেয়া যাক-

১। ত্বকের ময়েশ্চারাইজার হিসেবেঃ ১/৪ চা চামচ কফির সঙ্গে ১ টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে ভালো করে ম্যাসাজ করুন। ৫ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।

২। ঠোঁটের যত্নেঃ  ১ চা চামচ কফি গুঁড়ার সঙ্গে সমপরিমাণ নারিকেলের তেল ও মধু মিশিয়ে নিন। অল্প দারুচিনির গুঁড়া মেশান। মিশ্রণটি থেকে খানিকটা নিয়ে আঙুলের সাহায্যে ঠোঁটে ম্যাসাজ করুন কয়েক মিনিট। এরপর ধুয়ে ফেলুন। ঠোঁট হবে নরম ও মসৃণ।

৩। চোখের নিচের বলিরেখা দূর করতেঃ১ চা চামচ কফি গুঁড়া, কোয়ার্টার চা চামচ কোকোনাট সুগার, ১ চা চামচ লেবুর রস ও অল্প অলিভ অয়েল মিশিয়ে নিন একসঙ্গে। মিশ্রণটি ত্বকের নিচের অংশে কিছুক্ষণ ঘষে ঘষে লাগান। পানি দিয়ে ধুয়ে ফেলুন। বলিরেখা পড়বে না ত্বকে।

৪ ব্ল্যাকহেডস দূর করতেঃআধা চা চামচ কফি পাউডার, ১ চা চামচ চিনি গুঁড়া ও ১ চা চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে ত্বকে ঘষুন। ২০ মিনিট পর শুকিয়ে গেলে সামান্য পানি ছিটিয়ে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন মিশ্রণটি। ত্বকে জমে থাকা চামড়া ও ব্ল্যাকহেডস দূর হবে।

৫। ত্বক উজ্জ্বল করতেঃপরিমাণ মতো কফির সঙ্গে হলুদ গুঁড়া ও টক দই মিশিয়ে প্যাক বানিয়ে নিন। ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। চমৎকার উজ্জ্বলতা আসবে নিয়মিত প্যাকটি ব্যবহার করলে।

উল্লেখ্য,গরমের দিনে ঘামে আমাদের শরীর থাকে ভিজা,চিটচিটে।তাই বাড়ির কাজ শেষে বা বাইরে থেকে আসার পর ভালোভাবে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুতে হবে।এতে করে ত্বকে কোন প্রকার সংক্রমণ হবার চান্স থাকবে না।