নবী (সা.)কে নিয়ে ‘কটূক্তি’র প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহ্বান শাবি শিক্ষার্থীদের

ছবি সংগৃহীত

আলোকিত স্বদেশ ডেস্কঃ  ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র দুই নেতা কর্তৃক ইসলাম ধর্মের নেতা নবী মুহম্মদ ও তার স্ত্রী আয়েশাকে নিয়ে ‘কটূক্তি’র ‍প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিজেপি নেতাদের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহ্বান করেন। গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিসমূহ হলো- বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো, ভারতসহ সারাবিশ্বের নির্যাতিত মুসলমানদের ওপর অত্যাচার ও হত্যাযজ্ঞ বন্ধে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক তৎপরতা জোরদার করা, শাবিপ্রবির কোনো শিক্ষার্থী ভবিষ্যতে অনলাইন বা অফলাইনে রাসূল (সা.) এর ব্যাপারে বেয়াদবি বা কটূক্তি করলে তাকে তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে, মহানবী (সা.) ও অন্যান্য সকল নবী রাসূলের কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড প্রণয়নসহ শাবিপ্রবিতে ইসলামবিরোধী যেকোনো কাজের ব্যাপারে প্রশাসনকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তারা।

এ ছাড়া শিক্ষার্থীরা সমগ্র মুসলিমদের প্রতি ভারতীয় পোশাক ও প্রসাধনী সামগ্রী বয়কট, ভারতীয় চলচ্চিত্র, গান, আইপিএলসহ ভারতীয় সকল খেলা দেখা বন্ধ করা, ব্যাপকভাবে সিরাতচর্চা অব্যাহত রাখা ও নবীজি (সা.) এর সুন্নাহ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের চেষ্টা করার উদাত্ত আহ্বান জানান।