সুতার দাম বাড়ায় মাধবদীতে বন্ধ হয়ে যাচ্ছে শিল্প কারখানা

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী জেলার মাধবদীতে বন্ধ হয়ে যাচ্ছে অনেক মিল কারখানা। কাপড় উৎপাদন করতে গিয়ে বিদ্যুৎ বিল, শ্রমিকদের মুজুরী আরও অন্যান্য খরচ দিয়ে লাভ থাকতেছে না কারখানার মিল মালিকদের। লোকসান দিতে দিতে দেউলিয়া হয়ে যাচ্ছেন অনেক মিল মালিকরা।

এর কারণ জানতে চাওয়া হলে মিল মালিকরা বলেন, সুতার দাম দিনদিন বৃদ্ধি পেলেও বাড়ছে না কাপড়ের দাম, প্রতি গজে দুই থেকে তিন টাকা করে লোকসানে বিক্রি করতে হচ্ছে উৎপাদনকারী কাপড়।

সুতার দাম অনুযায়ী কাপড়ের দাম পাচ্ছেন না মিল মালিকগণ। মাধবদী থানার নুরালাপুর, বিবিরকান্দী, শিমুলেরকান্দি, দরীকান্দি, ছোট রামচন্দ্রী, আলগী, পাইকারচর, বালুসাইর, আটপাইকা, কোতোয়ালীরচ, কাশিপুর সহ এসব এলাকার বেশির ভাগ কারাখানাই এখন বন্ধ হয়ে গেছে আবার অনেক কারখানা প্রায় বন্ধ হওয়ার পথে।

এতে করে বেকার হয়ে যাচ্ছে কারখানার শতশত শ্রমিক। এ বিষয় নিয়ে মাধবদী থানার ছোট রামচন্দ্রীর কাপড়ের কারখানার মালিক জামাল উদ্দীন, মজিবর সহ আরও কয়েকজন মিল মালিকের সাথে কথা বলে জানা যায়, সুতার দাম দিনদিন বৃদ্ধি পেলেও বাড়ছে না কাপড়ের দাম, প্রতি গজে দুই টাকা থেকে তিন টাকা করে লোকসানে বিক্রি করতে হচ্ছে উৎপাদনকারী কাপড়।

তারা আরও বলেন, সুতার দাম অনুযায়ী আমরা কাপড়ের দাম পাচ্ছি না সেই জন্য কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছি আমরা কারণ লোকসান দিয়ে আর কত চালাবো কারখানা আমাদের পুজিই শেষ হয়ে গেছে।