গাজীপুরে স্কয়ার ফার্মায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টায় কারখানার নতুন একটি ইউনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কালিয়াকৈর উপজেলার স্কয়ার ফার্মাসিউটিক্যালস কারখানার LVP ইউনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালিয়াকৈরের তিনটি ও মির্জাপুরের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের তথ্য পাওয়া যায়নি।