ঢাকা: বাংলাদেশ ক্রিকেটের আরও উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান গ্রেগ বার্কলে।
সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।
বার্কলে বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইসিসি সব ধরনের সহায়তা দেবে। ’
এ সময় শেখ হাসিনা বলেন, ‘আইসিসি সর্বাত্মক সহযোগিতা করলে বাংলাদেশ ক্রিকেট আরও এগিয়ে যাবে। ’
প্রধানমন্ত্রী আইসিসি চেয়ারম্যানকে জানান, তার পুরো পরিবারই ক্রীড়াপ্রেমী। তার দাদা, বাবা এবং ভাইয়েরা খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠক ছিলেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।