পাবনায় ১ লাখ ২৫০০০ লিটার তেল উদ্ধার

পাবনা: দেশব্যাপী ভোজ্য তেলের সংকটময় পরিস্থিতির মূল রহস্য উন্মোচনের জন্য মাঠে নেমেছে প্রশাসন। এরই অংশ হিসেবে পাবনায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদকৃত ডিলারদের দোকান ও গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানের প্রথম দিনই জেলা বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে অবিক্রিত অধিক মুনাফার আশায় মজুদ রাখা প্রায় ১ লাখ ২৫ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করা হয়। এই উদ্ধার হওয়া তেল সরকার নির্ধারিত পূর্বের দামেই বিক্রির জন্য নির্দেশনা দান করেন ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তর কর্তৃপক্ষ।
এই অভিযান ও ন্যায্যমূল্যে তেল প্রাপ্তির কথা ছড়িয়ে পড়লে ১২ মে (বৃহস্পতিবার) সকাল থেকে পাত্র নিয়ে অভিযানকৃত দোকানের সামনে হাজির হন সাধারণ ক্রেতারা। এ সময় কাশিনাথপুর সুনিল ও লক্ষণ কুমার সাহার গোডাউন থেকে সামান্য কিছু তেল দিয়ে দোকান বন্ধ করে দেন মালিক পক্ষের কর্মচারীরা। অপর দিকে মীর ট্রেডার্সের উদ্ধারকৃত তেল এখনো বিক্রি করা হচ্ছে না বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে পাবনা আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলী বলেন, একদিন আগে আমাদের আমিনপুর ও বেড়া থানাধীন কাশিনাথপুর বাজারে তিনটি দোকানে অভিযান চালিয়েছেন ডিবি পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এখানে তিনটি দোকান থেকে বিপুল পরিমাণ মজুদকৃত ভোজ্যতেল উদ্ধার হয়।