টাঙ্গাইলে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে দক্ষিণ  ডিবি পুলিশের বিশেষ অভিযানে দেলদুয়ার থানাধীন নাটিয়াপাড়া এলাকা হইতে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জেলার শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়। এই বিশেষ অভিযানে ডিবি পুলিশের এসআই মো. মোতালেব হোসেন এর নের্তৃত্বে  অভিযানে অংশ নেন এএসআই মো. সাইফুল ইসলাম, কনস্টেবল মো. শাহিবুল ইসলাম এবং কনস্টেবল মো. মফিজুর রহমান।

এ বিষয়ে টাঙ্গাইল জেলার দক্ষিণ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন বলেন, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি এই দুই মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে আসবে তাই আমরা বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করি।

আসামিদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য এর আনুমানিক  মূল্য  ১,৮০,০০০ টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।