আলোকিত স্বদেশ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমদের নিয়ে ইফতার

আলোকিত স্বদেশ রিপোর্ট:

আলোকিত স্বদেশ ফাউন্ডেশনের উদ্যোগে  এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় l

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাজধানীর আদাবর বাজার এলাকায় দারুল ঈমান মাদ্রাসা ও এতিমখানায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় l

এছাড়া কোরআন তিলাওয়াত ও ইফতারের আগে দোয়া ও মোনাজাত করা হয়। কোরআন তিলাওয়াত করেন এই মাদ্রাসার শিক্ষার্থী মাহদি হাসান।

মাদ্রাসার প্রধান শিক্ষক মাহদি হাসান বলেন, আমাদের এখানে প্রায় শতাধিক এতিম শিশুকে হাফেজ হিসেবে তৈরি করার চেষ্টা করছি। কিন্তু আমাদের বিভিন্ন সীমাবন্ধতা থাকার কারণে আমরা তাদের সঠিকভাবে যত্ন নিতে পারছি না। এছাড়া আমরা প্রতিষ্ঠান পরিচালনা করার মতো তেমন কোনো আর্থিক সহযোগিতাও পাইনি।

তিনি বলেন, তবে আমরা চাই এই শিশুদেরকে আল্লাহ প্রকৃত দিনদার হিসেবে কবুল করুক।